Landforms of West Bengal পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতি
ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ হল একমাত্র রাজ্য যার উত্তরে হিমালয় পর্বতমালা ও দক্ষিনে বঙ্গোপসাগর। এই রাজ্যের ভূ-প্রকৃতিও অত্যন্ত বৈচিত্র্যপূর্ন। পার্বত্য অঞ্চল, সমভূমি, মালভূমি, বালুকাময় সমুদ্র তীরবর্তী ম্যানগ্রোভ অরন্য নিয়ে তৈরি হয়েছে এই রাজ্যের ভৌগোলিক পরিবেশ। এই অধ্যায়ে আমরা পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতির বিবরন দেবো।
ভূমির গঠন ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিমবঙ্গকে পাঁচটি ভৌগোলিক বিভাগে ভাগ করা হয়। সেগুলি হল-
- উত্তরের পার্বত্য অঞ্চল
- তরাই অঞ্চল
- গাঙ্গেয়, উপকূলীয় ও অন্যান্য সমভূমি অঞ্চল
- রাঢ় অঞ্চল
- পশ্চিমের মালভূমি অঞ্চল