Industries of India ভারতের শিল্প
শিল্প হল কোনো দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি। মানুষের দৈনন্দিন ব্যবহৃত বস্তুসামগ্রী কিংবা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রসামগ্রীর মসৃন যোগানের জন্য উন্নত শিল্পব্যবস্থা প্রয়োজন।
শিল্প গড়ে ওঠার উপাদানসমূহ
যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য নীচের বিষয়গুলি প্রয়োজন -
কাঁচামাল
যে কোনো শিল্পস্থাপনে সর্বাধিক গুরুত্বপূর্ন প্রয়োজনীয় দ্রব্য হল কাঁচামাল। কাঁচামাল হল সেই দ্রব্য যা থেকে শিল্পে পন্য উৎপাদিত হয়।
কাঁচামাল দুই প্রকার -
- বিশুদ্ধ কাঁচামাল - যে কাঁচামালের ভর এবং তা থেকে উৎপাদিত পন্যের ভর একই হয়। যেমন - তুলো, পাট, রেশম, পশম। এইসব কাঁচামাল ব্যবহারকারী শিল্পকে অস্থানু শিল্প (Foot Loose Industry) বলা হয়।
- অশুদ্ধ কাঁচামাল - যে সব কাঁচামালের ভরের থেকে শিল্পে উৎপাদিত পন্যের ভর কমে যায়। যেমন - লোহা, তামা এবং আখ, চা ইত্যাদি। এইসব কাঁচামাল ব্যবহারকারী শিল্পকে স্থানু শিল্প বলা হয়।
জল
যে কোনো কারখানায় জল হল একটি অত্যন্ত প্রয়োজনীয় সম্পদ। তাই শিল্পস্থাপন করতে গেলে জলের যোগান-এর প্রাচুর্য থাকা উচিত।
শক্তি
কারখানায় যন্ত্রচালনার জন্য বিদ্যুৎ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি শক্তিসম্পদ অবশ্যই প্রয়োজন। তাই কোনো শিল্পস্থাপন করার আগে সেই স্থানে বিদ্যুৎ, খনিজ তেল প্রভৃতির যোগান নিশ্চিত করা হয়।
পরিবহন
কাঁচামাল, শক্তিসম্পদ ইত্যাদির যোগান এবং উৎপাদিত পন্য বাজারে পৌঁছে দেওয়ার জন্য উন্নত পরিবহন ব্যবস্থা ভীষন গুরুত্বপূর্ন। উন্নত সড়কপথ, রেলপথ ইত্যাদি পরিবহনব্যবস্থা কোনো স্থানে শিল্প গড়ে উঠতে অন্যতম প্রধান ভূমিকা নেয়। দূর্গম স্থানে সহজে শিল্প গড়ে ওঠে না।
এছাড়া - মূলধন, সুলভ ও দক্ষ শ্রমিক, বাজারের চাহিদা কোনো স্থানে শিল্পস্থাপনে প্রধান ভূমিকা পালন করে।
শিল্পের শ্রেনীবিভাগ
শিল্পের শ্রেনীবিভাগ প্রধানত কাঁচামাল-এর ভিত্তিতে করা হয়। কাঁচামালের ভিত্তিতে শিল্পগুলি হল -
- কৃষিভিত্তিক শিল্প - চা, কফি, পাট, আখ, তুলো, রাবার, খাদ্য ইত্যাদি সংক্রান্ত শিল্প।
- খনিজ সম্পদ ভিত্তিক শিল্প - লৌহ-ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম, পেট্রোলিয়াম ইত্যাদি সংক্রান্ত শিল্প।
- প্রানীভিত্তিক শিল্প - রেশম, পশম, চর্ম, মাংস প্যাকেজিং শিল্প।
- উপজাত দ্রব্য সংক্রান্ত শিল্প - শিল্পে উৎপাদিত উপজাত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে গড়ে ওঠা শিল্প। যেমন - পেট্রোরসায়ন শিল্প।
এই অধ্যায়ে আমরা ভারতের প্রধান প্রধান শিল্পগুলি সম্পর্কে বর্ননা দেব।