Tamil Nadu CM MK Stalin unveiled Tyagi Immanuel Sekaran's statue and memorial hall in Paramakudi on January 17, 2026. The Rs 3 crore project honors the freedom fighter who joined Quit India Movement. Sekaran's family and leaders attended the event.
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন ২০২৬ সালের ১৭ই জানুয়ারি পরমাকুদিতে ত্যাগী ইমানুয়েল সেকারানের মূর্তি ও স্মৃতিসৌধের উদ্বোধন করেন। ৩ কোটি টাকার এই প্রকল্পটি ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী এই স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানানোর জন্য নির্মিত হয়েছে। সেকারানের পরিবার এবং বিভিন্ন নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।